দেশে দেশে ক্যালিগ্রাফির একাডেমিক লেভেল ও বইপত্র
(-১-)
ক্যালিগ্রাফিতে যারা গভীরভাবে চর্চা ও পড়াশুনা করতে চান, তাদের জন্য কাজে লাগতে পারে মনে করে বিষয়টি একটা সিরিজ আকারে দেয়ার ইরাদা করেছি।
আজকে পাকিস্তানের কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে শিল্পকলার প্রথম পাঠ, যাকে বুনিয়াদী নেসাবি কিতাব হিসেবে প্রকাশ করা হয়েছে। বইটির দশ নং অধ্যায়ে গ্রাফিক ডিজাইনের সাথে ক্যালিগ্রাফি বিষয়ে আলোচনা করা হয়েছে।
কিতাবটির নাম- আর্ট কে মুখতালেফ পাহলো।
এতে পাকিস্তানের শিল্পকলার বিভিন্ন বিষয়ে সংক্ষেপে সুন্দর আলোচনা আছে।
শিল্পকলায় গ্রাফিক ডিজাইনের সাথে টাইপ সাজি(টাইপোগ্রাফি) যেমন গুরুত্বপূর্ণ বিষয়, হুুরুফ সাজি(ক্যালিগ্রাফি)ও তেমনি গুরুত্বপূর্ণ। তবে গ্রাফিক ডিজাইনের ক্যালিগ্রাফি(হুরুফ সাজি) আর ঐতিহ্যবাহী ওরিয়েন্টাল ক্যালিগ্রাফি(খতাতি) আলাদা বিষয়।
পাকিস্তানে ওরিয়েন্টাল ক্যালিগ্রাফি(খতাতি) এখন ক্যালিগ্রাফি কলম দিয়ে করার সাথে পেইন্টিং বিভাগে বিস্তার লাভ করেছে।
আর গ্রাফিক ডিজাইন বিভাগে ক্যালিগ্রাফি নতুন মাত্রা লাভ করে শিল্পী সাদেকীন ও শিল্পী শাকের আলীর হাত ধরে। অন্যদিকে শিল্পী ইসমাইল গুলজী ফ্লাট ব্রাশে অবিমিশ্র/মিশ্র রংয়ের লেয়ার পরপর বসিয়ে অভিনব স্ট্রোকে ক্যালিগ্রাফি পেইন্টিং করেছেন।
ট্রেডিশনাল ক্যালিগ্রাফিতে রশীদ বাট, আবদুর রাজ্জাক রাজী, আশরাফ হীরা এখন খ্যাতি লাভ করেছেন। ক্যালিগ্রাফি পেইন্টিংয়ে এখন নবীনদের মাঝে বিন কালান্দার আইডলে পরিণত হয়েছেন।
---------
ছবি- বাংলাদেশ ক্যালিগ্রাফি ফাউন্ডেশনের আর্কাইভ থেকে সংগৃহীত।
(-১-)
ক্যালিগ্রাফিতে যারা গভীরভাবে চর্চা ও পড়াশুনা করতে চান, তাদের জন্য কাজে লাগতে পারে মনে করে বিষয়টি একটা সিরিজ আকারে দেয়ার ইরাদা করেছি।
আজকে পাকিস্তানের কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে শিল্পকলার প্রথম পাঠ, যাকে বুনিয়াদী নেসাবি কিতাব হিসেবে প্রকাশ করা হয়েছে। বইটির দশ নং অধ্যায়ে গ্রাফিক ডিজাইনের সাথে ক্যালিগ্রাফি বিষয়ে আলোচনা করা হয়েছে।
কিতাবটির নাম- আর্ট কে মুখতালেফ পাহলো।
এতে পাকিস্তানের শিল্পকলার বিভিন্ন বিষয়ে সংক্ষেপে সুন্দর আলোচনা আছে।
শিল্পকলায় গ্রাফিক ডিজাইনের সাথে টাইপ সাজি(টাইপোগ্রাফি) যেমন গুরুত্বপূর্ণ বিষয়, হুুরুফ সাজি(ক্যালিগ্রাফি)ও তেমনি গুরুত্বপূর্ণ। তবে গ্রাফিক ডিজাইনের ক্যালিগ্রাফি(হুরুফ সাজি) আর ঐতিহ্যবাহী ওরিয়েন্টাল ক্যালিগ্রাফি(খতাতি) আলাদা বিষয়।
পাকিস্তানে ওরিয়েন্টাল ক্যালিগ্রাফি(খতাতি) এখন ক্যালিগ্রাফি কলম দিয়ে করার সাথে পেইন্টিং বিভাগে বিস্তার লাভ করেছে।
আর গ্রাফিক ডিজাইন বিভাগে ক্যালিগ্রাফি নতুন মাত্রা লাভ করে শিল্পী সাদেকীন ও শিল্পী শাকের আলীর হাত ধরে। অন্যদিকে শিল্পী ইসমাইল গুলজী ফ্লাট ব্রাশে অবিমিশ্র/মিশ্র রংয়ের লেয়ার পরপর বসিয়ে অভিনব স্ট্রোকে ক্যালিগ্রাফি পেইন্টিং করেছেন।
ট্রেডিশনাল ক্যালিগ্রাফিতে রশীদ বাট, আবদুর রাজ্জাক রাজী, আশরাফ হীরা এখন খ্যাতি লাভ করেছেন। ক্যালিগ্রাফি পেইন্টিংয়ে এখন নবীনদের মাঝে বিন কালান্দার আইডলে পরিণত হয়েছেন।
---------
ছবি- বাংলাদেশ ক্যালিগ্রাফি ফাউন্ডেশনের আর্কাইভ থেকে সংগৃহীত।
Comments
Post a Comment