Skip to main content

Calligraphy in the modern world দেশে দেশে ক্যালিগ্রাফি

দেশে দেশে ক্যালিগ্রাফির একাডেমিক লেভেল ও বইপত্র
(-১-)


ক্যালিগ্রাফিতে যারা গভীরভাবে চর্চা ও পড়াশুনা করতে চান, তাদের জন্য কাজে লাগতে পারে মনে করে বিষয়টি একটা সিরিজ আকারে দেয়ার ইরাদা করেছি।

আজকে পাকিস্তানের কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে শিল্পকলার প্রথম পাঠ, যাকে বুনিয়াদী নেসাবি কিতাব হিসেবে প্রকাশ করা হয়েছে। বইটির দশ নং অধ্যায়ে গ্রাফিক ডিজাইনের সাথে ক্যালিগ্রাফি বিষয়ে আলোচনা করা হয়েছে।
কিতাবটির নাম- আর্ট কে মুখতালেফ পাহলো।


এতে পাকিস্তানের শিল্পকলার বিভিন্ন বিষয়ে সংক্ষেপে সুন্দর আলোচনা আছে।
শিল্পকলায় গ্রাফিক ডিজাইনের সাথে টাইপ সাজি(টাইপোগ্রাফি) যেমন গুরুত্বপূর্ণ বিষয়,  হুুরুফ সাজি(ক্যালিগ্রাফি)ও তেমনি গুরুত্বপূর্ণ।  তবে গ্রাফিক ডিজাইনের ক্যালিগ্রাফি(হুরুফ সাজি) আর ঐতিহ্যবাহী ওরিয়েন্টাল ক্যালিগ্রাফি(খতাতি) আলাদা বিষয়।
পাকিস্তানে ওরিয়েন্টাল ক্যালিগ্রাফি(খতাতি) এখন ক্যালিগ্রাফি কলম দিয়ে করার সাথে পেইন্টিং বিভাগে বিস্তার লাভ করেছে।



আর গ্রাফিক ডিজাইন বিভাগে ক্যালিগ্রাফি নতুন মাত্রা লাভ করে শিল্পী সাদেকীন ও শিল্পী শাকের আলীর হাত ধরে। অন্যদিকে শিল্পী ইসমাইল গুলজী ফ্লাট ব্রাশে অবিমিশ্র/মিশ্র রংয়ের লেয়ার পরপর বসিয়ে অভিনব স্ট্রোকে ক্যালিগ্রাফি পেইন্টিং করেছেন।
ট্রেডিশনাল ক্যালিগ্রাফিতে রশীদ বাট, আবদুর রাজ্জাক রাজী, আশরাফ হীরা এখন খ্যাতি লাভ করেছেন। ক্যালিগ্রাফি পেইন্টিংয়ে এখন নবীনদের মাঝে বিন কালান্দার আইডলে পরিণত হয়েছেন।
---------
ছবি- বাংলাদেশ ক্যালিগ্রাফি ফাউন্ডেশনের আর্কাইভ থেকে সংগৃহীত।

Comments

Popular posts from this blog

Sulus Lipisaili (khatt al-sulus) PDF book

   Sulus Lipisaili book PDF

বাংলা ক্যালিগ্রাফি : অনুভব ও শৈলী

-মোহাম্মদ আবদুর রহীম মানুষ জীবনযাপনে বাহ্যিক প্রয়োজন পূরণের পরও মানসিক আনন্দলাভ বা আত্মপিয়াস মেটাতে কিছু দেখতে, শুনতে কিংবা ছুয়ে দেখতে চায়। তার সংস্কৃতির মধ্যে নিজকে প্রকাশ করতে কিংবা সৃজনশীল কিছু করে আনন্দ পেতে চায় এবং অন্যকে আনন্দ দিতে তার ইচ্ছে জাগে। সুতরাং বলা যায়, কোন জাতির সংস্কৃতির মধ্যে যে সৃজনশীল ও প্রতিভার পরিচয় আমরা দেখতে পাই, সেটাই শিল্পকলা।শিল্পকলার অতি প্রাচীন একটি শাখা হচ্ছে ক্যালিগ্রাফি।ক্যালিগ্রাফি শব্দটা ইংরেজি । এটা গ্রীক শব্দ ক্যালিগ্রাফিয়া থেকে এসেছে । গ্রীক শব্দ ক্যালোস এবং গ্রাফেইনের মিলিত রূপ ক্যালিগ্রাফিয়া । ক্যালোস = সুন্দর , আর গ্রাফেইন = লেখা । সুতরাং   ক্যালিগ্রাফির পরিচয় এভাবে দেয়া যেতে পারে -   হরফ বা টেকসট ব্যবহার করে চমৎকার লেখন শিল্পকে ক্যালিগ্রাফি বলে । বর্তমানে , এই আর্ট ফর্মকে বিভিন্ন দেশ , ভাষা এবং ধর্মের লোকেরা আনন্দচিত্তে গ্রহণ এবং চর্চা করে চলেছেন । পৃথিবীতে বিভিন্ন ভাষার হরফে ক্যালিগ্রাফি করা হয়েছে। আরবি, ইংরেজি, চীনা, জাপানী প্রভৃতি ভাষার হরফের ক্যালিগ্রাফি মানুষকে মোহিত ...

হ্যান্ড রাইটিং ও ক্যালিগ্রাফি

MOHAMMAD ABDUR RAHIM · SATURDAY, 30 JUNE 2018 জুমাবারের ক্লাসে আজ গোপালগঞ্জ থেকে এক ছাত্র এসেছিল, ক্লাস শেষে আবার সেখানে চলে যাবে। আরেকজন মেহমান ছিলেন এ্যাডভান্স হ্যান্ড রাইটিং স্কুলের প্রধান শিক্ষক দিলিপ স্যার। তিনি আমার খোঁজ পেয়েছেন কলকাতার আহমদ হ্যান্ড রাইটিংয়ের কাছ থেকে, তিনি ফোন দিয়ে ক্লাসে চলে আসলেন। কলকাতাসহ বাংলাদেশে তার কয়েকটি শাখা আছে হাতের লেখা সুন্দর করে শেখার। তার সাথে আলাপে অনেক বিষয় খোলাশা হল। তারা কী শেখান, কিভাবে শেখান, কেন শেখান, শেখাতে কত ফি নেন ইত্যাদি। তিনি আমার কাছ থেকে আমাদের ক্যালিগ্রাফি প্রশিক্ষণ সংক্রান্ত অনেক কিছু জানলেন। হ্যান্ড রাইটিং সুন্দর করার যেসব প্রতিষ্ঠান বাংলাদেশে আছে, সেগুলো প্রধানত স্কুলের বাচ্চাদের হাতের লেখা দ্রুত এবং সুন্দর কিভাবে করা যায়, তা শিখিয়ে থাকে। পরীক্ষায় হাতের লেখা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। ভাল হাতের লেখার খাতা বরাবরই বেশি নম্বর পেয়ে থাকে, পর্যবেক্ষণে দেখা গেছে সুন্দর হাতের লেখার ছাত্রটি জীবনে সফল হয় অনায়াসে। তাই অভিবাবকগণ সব সময় এই দিকটিকে গুরুত্ব দিয়ে থাকেন। হাতের লেখা সুন্দর করার প্রতিষ্ঠানগুলো বিভিন্ন পদ্...