ক্যালিগ্রাফি ও কবিতা
- মোহাম্মদ আবদুর রহীম
------------------------
"ইন্না মিনাল বয়ানে লা সেহরা
ওয়া ইন্না মিনাল কলমে লা শেয়রা"
------------------------
আরবদের বলা হয় স্বভাব কবি। আমাদের দেশেও লেখাপড়া জানে না কিন্তু সুন্দর মিলিয়ে ছন্দে জ্ঞানের কথা বলার লোক অনেক পাওয়া যায়। বিশেষ করে নদী তীরবর্তী এলাকায় বেশি দেখা যায়।
প্রাচীন আরব প্রবাদে এজন্য বলা হয়, "কোনো কোনো বয়ানে রয়েছে যাদু আর কোনো কোনো ক্যালিগ্রাফিতে রয়েছে কবিতা।"
আরব ক্যালিগ্রাফারদের অধিকাংশ ছিলেন একাধারে কবি, গদ্য লেখক, গ্রন্থকার, গবেষক ও পেইন্টার।
উস্তাদ ইবনে মুকলার বহু গ্রন্থ ও রচনায় কবিতা আছে। আর ইবনে বাওয়াব তো ক্যালিগ্রাফি বিষয়ে একখানা চমৎকার কাব্যগ্রন্থ রচনা করেছেন।
অধিকাংশ ক্যালিগ্রাফার চিন্তাশীল ও অন্তর্মুখী মনোভাবের। ফলে বাইরে থেকে ক্যালিগ্রাফারের ভেতরের কাব্য সমুদ্রের তরঙ্গমালার খোঁজ মেলে না।
ক্যালিগ্রাফারদের মত পেইন্টার শিল্পীও কবি হয়ে থাকেন। কাব্যগ্রন্থ থাকলে তাকে কবি বলে চিনি। আমাদের সিনিয়র ক্যালিগ্রাফি শিল্পী ইব্রাহিম মন্ডলের কাব্যগ্রন্থ আছে এবং আরেক সিনিয়র ক্যালিগ্রাফি শিল্পী আরিফুর রহমানের ছড়াগ্রন্থ "ভোরের পদ্য" প্রকাশ করে তিনি ক্ষ্যান্ত হন নাই, নিয়মিত লিখে চলেছেন। ইব্রাহিম মন্ডলও প্রায়ই কবিতা লিখে আমাদের শুনান।
আমি যখন আবদুল মান্নান সৈয়দ স্যারের সাহিত্য ক্লাস করতাম গত শতকের সেই নব্বই দশকের দিনগুলোতে। তিনি আমাকে কবিতা ছেড়ে ক্যালিগ্রাফির লেখালেখিতে মনোনিবেশ করতে পরামর্শ দেন। তারপরও কত যে ছড়া-কবিতা লিখেছি, তা জমা করলে বই হয়ে যেত। সেই সময়ের সাহিত্য আড্ডাগুলোতে নিয়মিত লেখা পড়তাম।
আসলে ক্যালিগ্রাফির সাথে কবিতার ভিন্ন একটি অন্তর নিহিত বিষয় আছে।
একটি ক্যালিগ্রাফির শিল্পকর্ম করার আগে ক্যালিগ্রাফারের হৃদয়ে ঢেউ ওঠে। তিনি কাগজে লেআউটের পর লেআউট, মশকের পর মশক করতে থাকেন। হাতের স্বচ্ছন্দ্য প্রবাহ আসতে থাকে। কবিতা যেমন বিজলী চমকের মত কলমের মাথা দিয়ে বের হয়। নানান কম্পোজিশন ও আইডিয়ায় সমারোহে ক্যালিগ্রাফিটিও তেমনি ক্যালিগ্রাফি কলম দিয়ে বেরিয়ে আসে ঝর্নাধারার মত।
তাই মিশরীয় ক্যালিগ্রাফার ওস্তাদ সাইয়েদ ইবরাহীমকে আরব ক্যালিগ্রাফার ও গবেষকগণ বলেছেন, তিনি হলেন "আরবি ক্যালিগ্রাফির কবি"। তার শিল্পকর্ম এক একটি কবিতা।
এজন্য ক্যালিগ্রাফি জগতে একটা কথা প্রসিদ্ধ হয়ে আছে, সেটা হলো - ইন্না মিনাল কলমে লা শেয়রা।
অর্থাৎ একটি সার্থক ক্যালিগ্রাফি হচ্ছে একটি কবিতা।
হ্যাপি ক্যালিগ্রাফি ওয়ার্কিং!!
ছবি - এই করোনাকালে শুয়ে বসে দিনাতিপাত করতে হচ্ছে। এরমধ্যে একটু "বাহরী আল-বাঙ্গালী" ও কুফি কায়রোয়ানির ভিন্নধারার শৈলী চর্চার প্রয়াস।
- মোহাম্মদ আবদুর রহীম
------------------------
"ইন্না মিনাল বয়ানে লা সেহরা
ওয়া ইন্না মিনাল কলমে লা শেয়রা"
------------------------
আরবদের বলা হয় স্বভাব কবি। আমাদের দেশেও লেখাপড়া জানে না কিন্তু সুন্দর মিলিয়ে ছন্দে জ্ঞানের কথা বলার লোক অনেক পাওয়া যায়। বিশেষ করে নদী তীরবর্তী এলাকায় বেশি দেখা যায়।
প্রাচীন আরব প্রবাদে এজন্য বলা হয়, "কোনো কোনো বয়ানে রয়েছে যাদু আর কোনো কোনো ক্যালিগ্রাফিতে রয়েছে কবিতা।"
আরব ক্যালিগ্রাফারদের অধিকাংশ ছিলেন একাধারে কবি, গদ্য লেখক, গ্রন্থকার, গবেষক ও পেইন্টার।
উস্তাদ ইবনে মুকলার বহু গ্রন্থ ও রচনায় কবিতা আছে। আর ইবনে বাওয়াব তো ক্যালিগ্রাফি বিষয়ে একখানা চমৎকার কাব্যগ্রন্থ রচনা করেছেন।
অধিকাংশ ক্যালিগ্রাফার চিন্তাশীল ও অন্তর্মুখী মনোভাবের। ফলে বাইরে থেকে ক্যালিগ্রাফারের ভেতরের কাব্য সমুদ্রের তরঙ্গমালার খোঁজ মেলে না।
ক্যালিগ্রাফারদের মত পেইন্টার শিল্পীও কবি হয়ে থাকেন। কাব্যগ্রন্থ থাকলে তাকে কবি বলে চিনি। আমাদের সিনিয়র ক্যালিগ্রাফি শিল্পী ইব্রাহিম মন্ডলের কাব্যগ্রন্থ আছে এবং আরেক সিনিয়র ক্যালিগ্রাফি শিল্পী আরিফুর রহমানের ছড়াগ্রন্থ "ভোরের পদ্য" প্রকাশ করে তিনি ক্ষ্যান্ত হন নাই, নিয়মিত লিখে চলেছেন। ইব্রাহিম মন্ডলও প্রায়ই কবিতা লিখে আমাদের শুনান।
আমি যখন আবদুল মান্নান সৈয়দ স্যারের সাহিত্য ক্লাস করতাম গত শতকের সেই নব্বই দশকের দিনগুলোতে। তিনি আমাকে কবিতা ছেড়ে ক্যালিগ্রাফির লেখালেখিতে মনোনিবেশ করতে পরামর্শ দেন। তারপরও কত যে ছড়া-কবিতা লিখেছি, তা জমা করলে বই হয়ে যেত। সেই সময়ের সাহিত্য আড্ডাগুলোতে নিয়মিত লেখা পড়তাম।
আসলে ক্যালিগ্রাফির সাথে কবিতার ভিন্ন একটি অন্তর নিহিত বিষয় আছে।
একটি ক্যালিগ্রাফির শিল্পকর্ম করার আগে ক্যালিগ্রাফারের হৃদয়ে ঢেউ ওঠে। তিনি কাগজে লেআউটের পর লেআউট, মশকের পর মশক করতে থাকেন। হাতের স্বচ্ছন্দ্য প্রবাহ আসতে থাকে। কবিতা যেমন বিজলী চমকের মত কলমের মাথা দিয়ে বের হয়। নানান কম্পোজিশন ও আইডিয়ায় সমারোহে ক্যালিগ্রাফিটিও তেমনি ক্যালিগ্রাফি কলম দিয়ে বেরিয়ে আসে ঝর্নাধারার মত।
তাই মিশরীয় ক্যালিগ্রাফার ওস্তাদ সাইয়েদ ইবরাহীমকে আরব ক্যালিগ্রাফার ও গবেষকগণ বলেছেন, তিনি হলেন "আরবি ক্যালিগ্রাফির কবি"। তার শিল্পকর্ম এক একটি কবিতা।
এজন্য ক্যালিগ্রাফি জগতে একটা কথা প্রসিদ্ধ হয়ে আছে, সেটা হলো - ইন্না মিনাল কলমে লা শেয়রা।
অর্থাৎ একটি সার্থক ক্যালিগ্রাফি হচ্ছে একটি কবিতা।
হ্যাপি ক্যালিগ্রাফি ওয়ার্কিং!!
ছবি - এই করোনাকালে শুয়ে বসে দিনাতিপাত করতে হচ্ছে। এরমধ্যে একটু "বাহরী আল-বাঙ্গালী" ও কুফি কায়রোয়ানির ভিন্নধারার শৈলী চর্চার প্রয়াস।
Comments
Post a Comment