Skip to main content

Posts

Showing posts from April, 2022

এ কোন উৎসবে মাতো বাঙ্গাল! O Bangal!

 এ কোন উৎসবে মাতো বাঙ্গাল! -আবু রায়হান "মুচলমান হস্ত বর্ণমালা সংস্কারে চালায়েছে ছুরি" ব্রাহ্মণ টিকি নেড়ে কয় আজি হতে যবন-ম্লেচ্ছবৎ বর্ণমালাকে দিলেম আক্ষা- "ক-অক্ষর গোমাংস" তব অচ্ছ্যুৎ নাম যবনিমিশাল এ অক্ষরমালা দূর হোক শাস্ত্র লিখয়তে, ঠাঁই হবে শাস্ত্র 'নাগরিতে' দেবতার নামে হোক দেবনাগরি পূণ্য এ ব্রাহ্মণ হস্তে!" এ বয়ান আজ ভুলে গেছো বাঙ্গাল! তোমার পিতামহ যে হারায়েছিল হালের জিরাত  আর মুখের ভাষাটাও ঐ টিকিধারীর কাছে আজ তোমার মেয়ের গালে আঁকে পৌত্তলিক মটিফ ছেলে নাচে পেঁচার দণ্ড হাতে বিশাখার আরতিতে! ঢাকা, বৈশাখ ২, ১৪২৯।