মুসতলাহাতুল খত্ ক্যালিগ্রাফির পরিভাষা _________ খত্ গুলজার গুলজার ক্যালিগ্রাফি ২০০৯ সালের কথা। ইরান সরকারের আমন্তণে তেহরানের খোমেনী মোসাল্লায় ১৬তম কুরআন ক্যালিগ্রাফি প্রদর্শনিতে অংশগ্রহণ করি। সেখানের অনেকগুলো স্মৃতির মধ্যে একটি হলো গুলজার ক্যালিগ্রাফির দেখা পাওয়া। প্রদর্শনিতে ১৫ দিনের মত আমরা তেহরানের ফেরদৌসি হোটেলে ছিলাম। এ সময়ে সেখানে আরো ৫টি ক্যালিগ্রাফি প্রদর্শনিতে অংশগ্রহণ করি। এর ভেতর ৬ষ্ঠ আন্তর্জাতিক বিসমিল্লাহ ক্যালিগ্রাফি প্রতিযোগিতার বিচারক প্যানেলের সদস্য থাকার সুযোগ হয়। যাহোক, তেহরানে ছোট বড় বেশ কয়েকটি ক্যালিগ্রাফির জাদুঘর আছে। তবে তেহরান জাতীয় ক্যালিগ্রাফি জাদুঘরটি সেরা। সেখানে হুনারমান্দে খোশনবিশি ইরানের স্থানীয় ধারাগুলোর ভেতর খোশনবিশি খত্তে গুলজার বিভাগটিতে প্রচুর কাজ ছিল। বিশেষকরে মাহমুদ জয়নুদ্দিন, মোহাম্মদ বাকের জরিন কলম, মোহাম্মদ কাজেম, মোহাম্মদ আলি, শেখ আলি সাখাফের কাজগুলো অসাধারণ লেগেছিল। গুলজার আসলে ফুল সজ্জিত ক্যালিগ্রাফি। ইরানের গুলজার নামক স্থান, যেখানে একধরণের বিচিত্র রঙের বাহারি ফুলের দিগন্ত বিস্তারি মাঠ ময়দান রয়েছে। ধারণা করা হয়, সেখানকার ক্যালিগ