By Mohammad Abdur Rahim
Ustad, Bangladesh Calligraphy Institute, Dhaka
আমরা যারা ক্যালিগ্রাফি করি, আমাদের অধিকাংশ ভাললাগা এবং ভালবাসার কারণে ক্যালিগ্রাফি করি। অনেকে খুব সহজে কিভাবে ক্যালিগ্রাফি করা যায় এবং কত অল্প সময়ে ক্যালিগ্রাফি করা যায় সেটা শেখানো এবং শেখার জন্য উপায় খুঁজে থাকি।
যে কোন শিল্পশিক্ষার প্রাতিষ্ঠানিক রূপ আছে আর অন্যদিকে সেটা কপি করা বা নকল করার বিদ্যাও আছে। নকল করা কিন্তু সব সময় খারাপ বা অবৈধ নয়, যদি বিধি মোতাবেক নকল করা হয় তা একজন শিক্ষার্থীকে দ্রুত মানসম্পন্ন পর্যায়ে উন্নীত হতে সাহায্য করে। কিন্তু নকল কাজকে আসল এবং নিজের বলে চালানো কিংবা বিধি মোতাবেক না হয়, তাহলে ক্যালিগ্রাফার হওয়া প্রায় অসম্ভব।
এজন্য ক্যালিগ্রাফির প্রাতিষ্ঠানিক শিক্ষার প্রয়োজন। আজকে আমরা কিয়াসাতুল খত নিয়ে কথা বলবো। কিয়াসাতুল খত মানে ক্যালিগ্রাফির মাপঝোক। একটা হরফ লিখতে বা একটা কম্পোজিশন করতে যেসব নীতিমালা রয়েছে তা কিয়াসাতুল খত্ এর অন্তর্ভুক্ত।
প্রাথমিক পর্যায়ে কিয়াতুল খত্ মিজানুল খত্ দিয়ে শুরু হয়। একটা হরফ লিখতে দৈর্ঘ্য ও প্রস্থ সেটা কত নোকতা হবে তা দেখানো হয়। এরপর হরফে হরফে গ্যাপ লাইনে লাইনে কতটুকু ফাকা থাকবে তা মিজানুল খত্ শিক্ষায় জানা যায়।
ছবি- কিয়াসাতুল খত্ দাল হরফের মিজান দেখানো হল।
18 January 2022
Comments
Post a Comment