ক্যালিগ্রাফির বাহ্যিক পরিকাঠামো : ইলমি বয়ান
আলহামদুলিল্লাহ! ক্যালিগ্রাফি চর্চা ও শিক্ষায় বাংলাদেশে ইলমি(একাডেমিয়া) বিষয়টি এখন গুরুত্ব পেতে শুরু করেছে। যেকোন একাডেমিক শিক্ষায় প্রাথমিক মাধ্যমিক ও উচ্চপর্যায়ের শেষে গবেষণা পর্যায় ও সার্টিফিকেট প্রদানের বিষয় রয়েছে।
ক্যালিগ্রাফি একটি পূর্ণাঙ্গ শিল্প। বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের আর্ট অনুষদে আলাদা ক্যালিগ্রাফি ডিপার্টমেন্ট রয়েছে এবং এমফিল-পিএইচডি ডিগ্রির ব্যবস্থা রয়েছে। ঢাবির প্রাচ্যকলা বিভাগ থেকেও ক্যালিগ্রাফিতে এমফিল পিএইচডি করার সুযোগ আছে। সুতরাং একাডেমিয়ার গুরুত্ব হলো কোন বিষয়কে সবিশেষ পর্যায়ে শিক্ষাদান, স্থায়িত্ব ও উন্নয়ন চালু রাখা।
এতসব কথা বলার কারন হলো, ক্যালিগ্রাফিকে আমরা একাডেমিয়ায় নিতে না পারলে এটা টিকবে না।
যাইহোক, আমরা যারা ক্যালিগ্রাফি করি, যেকোন কম্পোজিশন যদি ক্যালিগ্রাফির কলম দিয়ে সামনে রেখে কেউ কোন ড্রাফট(পেন্সিল দিয়ে একে নেয়া বা কার্বন কপি করা) ছাড়া করতে পারেন। তাকে মাধ্যমিকের সনদ অর্জনের যোগ্য মনে করা হয়।
আমরা একটি কপি কাজের প্রোগ্রাম শুরু করেছি। যারা সত্যিকার ক্যালিগ্রাফার হতে চান, এটা তাদের জন্য অত্যাবশ্যক।
আজকের একটি ক্যালিগ্রাফি এখানে দেয়া হলো যেটি উস্তাদ রেজার কাজের কপি আমি করেছি।
আপনারা এটা কপি করে দিতে পারেন। এগুলোকে আমরা ক্লাস ওয়ার্ক বলি। আগেরটা পিরামিড শেইপ ছিল, এটা উল্টো পিরামিড শেইপ।
সময় - এক সপ্তাহ।
আসুন কাজে নেমে পড়ি।
হ্যাপি ক্যালিগ্রাফি লার্নিং!!
Comments
Post a Comment