বাহরি আল বাংগালী শৈলী : মুফরাদাত
-মোহাম্মদ আবদুর রহীম
১৩শতকে বাংলায় একটা অভিনব আরবি শৈলীকে বাংলার স্বাধীন সুলতানগণ পৃষ্ঠপোষকতা দিয়েছিলেন। প্রাচ্যবিদেরা একে বিহারী শৈলী বলেছেন। যদিও বিহার অঞ্চলের সাথে এর কোন সংযোগ তারা দেখাতে পারেন নাই। ইরাকের বিখ্যাত ইতিহাসবিদ ও ক্যালিগ্রাফার ড. ইউসুফ জিন্নুন রহ. একে বাহরী শৈলী বলেছেন। এ শৈলীতে রাজকীয় কুরআন, শিলালিপি করা হয়েছে। এটা আমাদের ঐতিহ্যবাহী আরবি ক্যালিগ্রাফির একটি প্রকরণ।
ছাত্রদের আগ্রহ বিবেচনায় এ শৈলীর মুফরাদাত অংশ দেয়া হল।
Comments
Post a Comment