বাংলাদেশের ক্যালিগ্রাফারদের স্কিল ডেভেলপমেন্ট প্রসংগে -----++++----- -মোহাম্মদ আবদুর রহীম যে কোন শিল্পে হুবহু নকল করা স্কিল ডেভেলপের একটি অত্যাবশ্যকীয় বিষয়। এবার ঈদ উপলক্ষে আমাদের নবীন প্রবীন ক্যালিগ্রাফারদের মধ্যে হাতে গোনা দুয়েকজন নিজের ক্যালিগ্রাফি দিয়ে ঈদ মোবারক জানিয়েছেন। কেউ কেউ আন্তর্জাতিক বিখ্যাত কোন ক্যালিগ্রাফারের ক্যালিগ্রাফি দিয়ে জানিয়েছেন। আমাদের এক নবীন প্রতিশ্রুতিশীল ক্যালিগ্রাফার সৌদি ওস্তাদ ক্যালিগ্রাফার আবদুশ শাকুর শাকেরের ক্যালিগ্রাফি দিয়ে ঈদ মোবারক জানানোতে তাকে জিজ্ঞেস করলাম, তিনি কপি করে ক্রেডিট মূল ক্যালিগ্রাফারকে দিতে পারতেন। তিনি জানালেন, কপি করেছিলেন, কিন্তু আশানুরূপ না হওয়ায় দেন নাই। যাহোক একটি আইডিয়া মাথায় এলো। আমরা যদি নিয়ম অনুযায়ী মাত্র ৬মাস (সপ্তাহে অন্তত একটা) এই কপি করার কাজ চালাতে পারি, তাহলে নিজের কাজ দেখে নিজে বিস্মিত হবো ইনশাআল্লাহ। তাহলে আজ থেকে শুরু করি। নিয়ম- ক্যালিগ্রাফি কলম দিয়ে যেকোন রঙের কালিতে হুবহু নকল করতে হবে। ছবি দিবেন, সম্ভব হলে ভিডিও দিবেন। আমরা কাজগুলো নিয়ে আলাপ করবো। আজ আমার একটা কাজ দিয়ে শুরু করি, এরপর বিদেশের ক্যাল