Mohammad Abdur Rahim, a ustad calligrapher of Bangladesh. He made a calligraphy Eid stamp design.
ঈদ মোবারক!
বাংলাদেশের প্রথম ঈদ গ্রিটিংস ক্যালিগ্রাফি স্ট্যাম্প ডিজাইন
আন্তর্জাতিক ভাবে ঈদ ফেস্টিভ্যাল নিয়ে পোস্টাল স্ট্যাম্প ডিজাইন খুব কম হয়েছে। বাংলাদেশে এই প্রথম বাংলাদেশ ক্যালিগ্রাফি ইনস্টিটিউট উদ্যোগ নেয় এটা তৈরি করার। আলহামদুলিল্লাহ, উস্তাদ মোহাম্মদ আবদুর রহীম(ক্যালিগ্রাফি বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পিএইচডি গবেষক) বাংলাদেশের সুলতানী আমলের ঐতিহ্যবাহী ক্যালিগ্রাফি শৈলী "বাহরী আল বাঙ্গালী আল সুলতানি" দিয়ে 'ঈদুল ফিতর মুবারক' ক্যালিগ্রাফি করেছেন।
১৩ মে ২০২১
বিষয়টি নিয়ে ফিলাটেলি অথরিটি বিবেচনা করলে খুবই ভাল হবে ইনশাআল্লাহ।
#bahrialbangali #art #calligraphy #ক্যালিগ্রাফি
-মোহাম্মদ আবদুর রহীম মানুষ জীবনযাপনে বাহ্যিক প্রয়োজন পূরণের পরও মানসিক আনন্দলাভ বা আত্মপিয়াস মেটাতে কিছু দেখতে, শুনতে কিংবা ছুয়ে দেখতে চায়। তার সংস্কৃতির মধ্যে নিজকে প্রকাশ করতে কিংবা সৃজনশীল কিছু করে আনন্দ পেতে চায় এবং অন্যকে আনন্দ দিতে তার ইচ্ছে জাগে। সুতরাং বলা যায়, কোন জাতির সংস্কৃতির মধ্যে যে সৃজনশীল ও প্রতিভার পরিচয় আমরা দেখতে পাই, সেটাই শিল্পকলা।শিল্পকলার অতি প্রাচীন একটি শাখা হচ্ছে ক্যালিগ্রাফি।ক্যালিগ্রাফি শব্দটা ইংরেজি । এটা গ্রীক শব্দ ক্যালিগ্রাফিয়া থেকে এসেছে । গ্রীক শব্দ ক্যালোস এবং গ্রাফেইনের মিলিত রূপ ক্যালিগ্রাফিয়া । ক্যালোস = সুন্দর , আর গ্রাফেইন = লেখা । সুতরাং ক্যালিগ্রাফির পরিচয় এভাবে দেয়া যেতে পারে - হরফ বা টেকসট ব্যবহার করে চমৎকার লেখন শিল্পকে ক্যালিগ্রাফি বলে । বর্তমানে , এই আর্ট ফর্মকে বিভিন্ন দেশ , ভাষা এবং ধর্মের লোকেরা আনন্দচিত্তে গ্রহণ এবং চর্চা করে চলেছেন । পৃথিবীতে বিভিন্ন ভাষার হরফে ক্যালিগ্রাফি করা হয়েছে। আরবি, ইংরেজি, চীনা, জাপানী প্রভৃতি ভাষার হরফের ক্যালিগ্রাফি মানুষকে মোহিত ও আনন্দিত
Comments
Post a Comment