ক্যালিগ্রাফি কম্পোজিশনের পর্যায়গুলো
মোহাম্মদ আবদুর রহীম
একাডেমিয়ায় ক্যালিগ্রাফির মুফরাদাত, মুরাক্কাবাত ও কালিমাত আয়ত্বের পর লাগাতার ক্যালিগ্রাফির কম্পোজিশন মশক করতে হয়।
এ শিল্পকলাটি পুরোপুরি বিজ্ঞান নির্ভর এবং প্রাচ্যশিল্পের ষড়ঙ্গ এতে সুন্দরভাবে উপস্থাপন করা যায়।
সুতরাং একজন ক্যালিগ্রাফার যেমন তার কাজে স্বাচ্ছন্দ আনতে পূর্বসূরীদের কাজ লাগাতার কপি করেন, তেমনি নিজের ধারা তৈরিতে নতুন কম্পোজিশন করেন।
সুতরাং ক্যালিগ্রাফি কম্পোজিশন করার যে সহজ একাডেমিক নীতিমালা আছে তা অনুসরণ করে অনায়াসে কাজ সম্পন্ন করা যায়।
আমরা প্যানেল ক্যালিগ্রাফি(লাওহা আল-খত) কম্পোজিশন (তারকিব) নিয়ে যে নিয়ম বিধি আছে, তার একটা নিয়ে আলোচনা করবো।
তারকিব মিন তাহত ইলা ফওক (নিচ থেকে উপর সাজানো) :
এ নিয়মে যে টেক্সটটি আমরা ক্যালিগ্রাফি করবো, প্রথমে সেটা পেন্সিল দিয়ে লিখে নিবো। তাতে ভার্টিকেল ও হরাইজন্টাল স্ট্রোকগুলো এমনভাবে সাজাবো যাতে একটা রিদম ও সিমেট্রিকাল স্ট্রোক রিপিটের সাথে হারমনি ঠিক থাকে।
এভাবে প্রথম যে কম্পোজিশন হয় সেটা "আধা ক্যালিগ্রাফি ফর্ম" বলে। এবার পার্সপেক্টিভ ও নিজস্ব ফিলোসোফি তাতে প্রয়োগ করুন। আপনার এবং আপনার দেশের আইডেন্টিটি ক্যালিগ্রাফিতে ফুটিয়ে তুলতে পারাটাই আপনার সার্থকতা।
ক্যালিগ্রাফির লেআউট করতে করতে যখন শিল্পের শর্তগুলো অধিকাংশ পূরন করবে এবং আপনার কাছে তা মান সম্পন্ন মনে হবে, তখন সেখানে তাশকিল ও ফিনিশিং টাচ দেবেন।
আশাকরি এটা আপনাদের উপকারে আসবে ইনশাআল্লাহ।
হ্যাপি ক্যালিগ্রাফি লার্নিং!!
------
পাদটীকা - এখানে বহু টেকনিক্যাল টার্ম ব্যবহার করা হয়েছে। আপনাদের যদি কোন কিছু বুঝতে অসুবিধা হয়, প্রশ্ন করে জেনে নিতে পারেন।
ছবি- প্যানেল ক্যালিগ্রাফি লেআউট। শৈলী - বাহরি আল- বাংগালী মুহাক্কাক।
Comments
Post a Comment