ক্যালিগ্রাফির শাস্ত্রীয় শিক্ষা
মোহাম্মদ আবদুর রহীম
বাংলাদেশে ক্যালিগ্রাফি শেখানোর যেসব জায়গা বা প্রতিষ্ঠান আছে, সেগুলোর প্রায় সব শিক্ষকই হচ্ছেন স্বশিক্ষিত। ফলে ক্যালিগ্রাফির আসল শিক্ষা সেখানে পাওয়া মুশ্কিল। আর সনদবিহীন উস্তাদের কাছে তা আশা করা যায় না।
বাংলাদেশে আমরা ক্যালিগ্রাফি শিক্ষাকে পরিপূর্ণ শাস্ত্রীয় ধারায় প্রতিষ্ঠার প্রয়াস অব্যাহত রেখেছি। এখানে প্রাথমিক পর্যায়ের কয়েকটি বিষয় নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। আপনারা এবিদ্যার মৌলিক কয়েকটি বিষয় জানলে পরবর্তী পর্যায়ে কাজ করতে সুবিধা পাবেন।
ক্যালিগ্রাফির হরফের প্রথম যে বিষয়টি শেখানো হয়। সেটা হলো মুফরাদাত। এই মুফরাদাত ক্লাসগুলোতে একক হরফ কিভাবে ক্যালিগ্রাফির কলম দিয়ে লেখা হয়, তা হাতেকলমে শেখানোর সময় চারটি বিষয়কে গুরুত্ব দিয়ে শেখানো হয়।
এক. কত্-এর কৌণিক অবস্থান, সংক্ষেপে একে আমরা এঙ্গেল (যাওয়িয়াহ), ডিগ্রি (দারাজাহ) বলি। একটি হরফ লিখতে হরফের বিভিন্ন অংশে কত্-এর এঙ্গেলের ডিগ্রি পরিবর্তন হয়।
দুই. মোশন বা ইকতিরাহ। একটা হরফ লিখতে কলমের গতি কোন দিকে যাবে তাকে তীর চিহ্ন দিয়ে দেখানো হয়। একে আমরা বলি ইকতিরাহ বা মোশন।
তিন. কত্ বা পরিমাপের নোকতা। একটা হরফ লিখতে হরফের র'স বা মাথা, জিসিম বা শরীরের মাপ দৈর্ঘে প্রস্থে কতটুকু হবে তা কত্ বা পরিমাপের নোকতা দিয়ে দেখানো হয়।
চার. আননিসবাতুজ জাহাবিয়াহ বা গোলডেন রেসিও। হরফের বিভিন্ন অংশের সাথে অপর অংশের একটি আনুপাতিক সম্পর্ক থাকে। সঠিক ভাবে হরফ বা ক্যালিগ্রাফি করতে হলে এটার প্রয়োগ ছাড়া সৌন্দর্য ফুটে ওঠে না। আমরা এটা 'উল্টা তিন' লিখে দেখাই।
এছাড়া মুফরাদাত ক্লাসগুলোতে সংশ্লিষ্ট আরও অনেক বিষয়ে শেখানো হয়। আশাকরি ক্যালিগ্রাফি শিক্ষায় আমরা আরও সুন্দর ও আনন্দময় বিষয় জানতে ও প্রয়োগের মাধ্যমে সফলতার দিকে এগিয়ে যাবো ইনশাআল্লাহ।
হ্যাপি ক্যালিগ্রাফি লারনিং!!
ছবি- আমাদের ক্যালিগ্রাফির ক্লাসের মুফরাদাত দরস ও নেট থেকে সংগৃহীত।
Comments
Post a Comment