ক্যালিগ্রাফি কম্পোজিশন কিভাবে করবেন - মোহাম্মদ আবদুর রহীম সালামুন কওলাম মির রাব্বির রাহীম, শৈলী- সুলুস জালি, ক্যালিগ্রাফি- মোহাম্মদ আবদুর রহীম, ১৪৪২ হিজরি। ঢাকা, বাংলাদেশ। ক্যালিগ্রাফি শিক্ষায় প্রথম পর্বগুলো শেষ হলে একাডেমিয়ায় কম্পোজিশন পর্ব শুরু হয়। আমাদের অনলাইন কোর্সে আমরা এই পর্বের সীমিত সংখ্যক ক্লাস রেখেছি, যাতে একজন শিক্ষার্থী সহজে বিষয়টির গুরুত্ব বুঝতে পারেন এবং মশক করতে পারেন। আমরা আজকে আরেকটি কম্পোজিশন নিয়ে আলোচনা করব। কম্পোজিশন করার আগে সারফেস বা জায়গার মাপ (হাজম) অনুযায়ী ক্যালিগ্রাফি কেমন হবে, কোন কলমে, কোন শৈলীতে হবে এবং কোন ধরণের কম্পোজিশন(তারকিব/তাকউইন) হবে, তা মনে মনে ঠিক করে নিতে হবে। নিজের মত ইউনিক একটা কম্পোজিশন করতে হলে আরবি ক্যালিগ্রাফির প্রচলিত কম্পোজিশনগুলো ভালমত মশক করতে হবে। যাহোক, আজকের কম্পোজিশনটি হচ্ছে, তারকিব শিবহে হিলঝুনি(আধা পেঁচানো/সর্পিল সাজানো): এই কম্পোজিশনে ল্যান্ডস্কেপ সারফেস বা পোর্টেট সারফেস বিবেচনা করে টেক্সটের প্রথম শব্দের শেষ হরফ যেখানে গিয়ে শেষ হবে, তার শেষ হরফের আগে অন্তত একটা হরফের ভার্টিকেল স্ট্রোক পুরো সারফেসের মাঝ বরাবর যেন