১৬শতকের প্রাচ্যের বিখ্যাত ক্যালিগ্রাফার
=============================
কাযী আহমাদ (১৬০৬ই.) এবং তার রিসালা
- মোহাম্মদ আবদুর রহীম
গবেষক টি মিনোরস্কি ওয়াশিন্টন ডিসির ফ্রির গ্যালারি থেকে ১৬শতকের প্রাচ্যের ক্যালিগ্রাফি বিষয়ে একটি অত্যন্ত মূল্যবান গ্রন্থ রুশভাষা থেকে অনুবাদ ও গবেষণা আর্টিকেল ১৯৫৯ সালে প্রকাশ করেন। এটি ভি. মিনোরস্কি ফার্সি থেকে রুশ ভাষায় অনুবাদ করেন।
ক্যালিগ্রাফারস এন্ড পেইন্টারস মূলত ষোল শতকের বিখ্যাত ইরানী ক্যালিগ্রাফার কাযী আহমাদ ইবনে মির মুনশী আল হুসায়নী রচিত রিসালা।
কিতাবটিতে তিনি নিজের জীবনীসহ পূর্বপুরুষের ক্যালিগ্রাফি চর্চা, আরবি ও ফার্সি ক্যালিগ্রাফির ইতিহাসের সাথে ক্যালিগ্রাফার ও আর্টিস্টদের জীবনী সুচারুরূপে তুলে ধরেছেন।
প্রাচ্যের ক্যালিগ্রাফি বিষয়ে সাভাবি আমলের এটি একটি অমূল্য গ্রন্থ।
এটিকে এখন রেয়ার বুক হিসেবে মূল্যায়ন করা হয়।
এর একটি ফটোপ্রিন্ট বাংলাদেশ ক্যালিগ্রাফি ফাউন্ডেশনের আর্কাইভে সংরক্ষিত আছে।
=============================
কাযী আহমাদ (১৬০৬ই.) এবং তার রিসালা
- মোহাম্মদ আবদুর রহীম
গবেষক টি মিনোরস্কি ওয়াশিন্টন ডিসির ফ্রির গ্যালারি থেকে ১৬শতকের প্রাচ্যের ক্যালিগ্রাফি বিষয়ে একটি অত্যন্ত মূল্যবান গ্রন্থ রুশভাষা থেকে অনুবাদ ও গবেষণা আর্টিকেল ১৯৫৯ সালে প্রকাশ করেন। এটি ভি. মিনোরস্কি ফার্সি থেকে রুশ ভাষায় অনুবাদ করেন।
ক্যালিগ্রাফারস এন্ড পেইন্টারস মূলত ষোল শতকের বিখ্যাত ইরানী ক্যালিগ্রাফার কাযী আহমাদ ইবনে মির মুনশী আল হুসায়নী রচিত রিসালা।
কিতাবটিতে তিনি নিজের জীবনীসহ পূর্বপুরুষের ক্যালিগ্রাফি চর্চা, আরবি ও ফার্সি ক্যালিগ্রাফির ইতিহাসের সাথে ক্যালিগ্রাফার ও আর্টিস্টদের জীবনী সুচারুরূপে তুলে ধরেছেন।
প্রাচ্যের ক্যালিগ্রাফি বিষয়ে সাভাবি আমলের এটি একটি অমূল্য গ্রন্থ।
এটিকে এখন রেয়ার বুক হিসেবে মূল্যায়ন করা হয়।
এর একটি ফটোপ্রিন্ট বাংলাদেশ ক্যালিগ্রাফি ফাউন্ডেশনের আর্কাইভে সংরক্ষিত আছে।
Comments
Post a Comment