ক্যালিগ্রাফির স্ট্রোক, প্রোপোরশন, ডিগ্রি ও এঙ্গেল : - মোহাম্মদ আবদুর রহীম ক্যালিগ্রাফির ইবতেদায়ী ক্লাসে আমরা যে শৈলী নিয়ে দরস দিয়ে থাকি, সেখানে স্ট্রোক, প্রোপোরশন, ডিগ্রি ও এঙ্গেল বিষয়ে বিস্তারিত আলোচনা থাকে। যেহেতু ক্যালিগ্রাফি কলম চালনার সাথে এর সম্পর্ক, তাই হরফ লিখতে কলমটি কাগজে রাখার ক্ষেত্রে কত ডিগ্রি(দারাজা) এঙ্গেলে(জাউইয়া) হবে সেটা জানতে হয়। হরফের মাথা(র'স) ও শরীর(জিসম) অনুপাত(নিসবাহ) এবং প্রতিটি অংশ(জুঝউল হরফ) কতটুকু পাশে ও লম্বায় হবে, তা নোকতা(কত্) দিয়ে দেখানো হয়। যাকে "খত আল মানসুব" বলা হয়। হরফের মুভমেন্টে( হারাকাতুল হরফ) যে বিষয়টি সবচেয়ে বেশি খেয়াল রাখতে হয়, সেটা হল স্ট্রোক। ক্যালিগ্রাফিতে একে আমরা "আল দরব" বলি। হরফে কোথায় ফুল স্ট্রোক(আল দরবাতুল কামেলাহ) হবে তা হরফের মুভমেন্টের প্রোপোরশন অনুযায়ী হবে। এছাড়া হরফটির কোন অংশ বেইজলাইনের(সতরুল হুদুদ) কোথায় থাকবে তা জানতে হয়। যেহেতু হাজার বছর ধরে শিল্পটি ওস্তাদ সাগরেদ পরম্পরা আমাদের কাছে এসেছে। তাই এশিল্পটির পরিপূর্ণ একটি একাডেমিক ভিত্তি আছে। আমাদেরকে সহজ ও সঠিক উপায়ে এ শিল্পটি আয়ত্ব করতে হলে