30 অক্টোবর 2021 সন্ধ্যায় রাজধানী ঢাকার ধানমন্ডির একটি হোটেলে বাংলাদেশ কালেক্টরস্ শো 2021 সমাপনী ও প্রাইজ গিভিংএর জমকালো গালা এন্ড নাইট অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ম্যাচবক্স কালেক্টরস্ ক্লাব (বিএমসিসি) আয়োজিত ভারচুয়াল প্রদর্শনিতে দেশ বিদেশের 121 জন সংগ্রাহকের 162 আইটেম প্রদর্শিত হয়। এ ধরণের বিচিত্র ও আকর্ষণীয় শখের বস্তুসামগ্রীর প্রদর্শনি বাংলাদেশে প্রথম আয়োজন। প্রদর্শনিতে অংশ নিতে পেরে আমি আনন্দিত। আন্তরিক ধন্যবাদ জানাই শাকিল হক, শিমুল ভাইসহ আয়োজক কমিটির প্রত্যেক সদস্যের প্রতি। তারা অক্লান্ত পরিশ্রম করে এমন সুন্দর ও জমকালো আয়োজন সফল ও সার্থক করেছেন। আরো ধন্যবাদ জানাই চমৎকার সব গিফ্ট আইটেমগুলো যারা স্পন্সর করে আমাদের প্রাপ্তির আনন্দকে বাড়িয়ে দিয়েছেন। শতাধিক সংগ্রাহকের সাথে কোভিড পরবর্তি পরিস্থিতিতে মিলনমেলা খুবই আনন্দদায়ক ছিল।
প্রদর্শনিটি ইতোমধ্যে ৮০টি দেশের চল্লিশ হাজারের অধিক দর্শক ভিজিট করেছেন।
প্রদর্শনির লিংক -
https://bdcs21.blogspot.com/2021/09/mohammad-abdur-rahim-calligraphy.html?m=1
-মোহাম্মদ আবদুর রহীম মানুষ জীবনযাপনে বাহ্যিক প্রয়োজন পূরণের পরও মানসিক আনন্দলাভ বা আত্মপিয়াস মেটাতে কিছু দেখতে, শুনতে কিংবা ছুয়ে দেখতে চায়। তার সংস্কৃতির মধ্যে নিজকে প্রকাশ করতে কিংবা সৃজনশীল কিছু করে আনন্দ পেতে চায় এবং অন্যকে আনন্দ দিতে তার ইচ্ছে জাগে। সুতরাং বলা যায়, কোন জাতির সংস্কৃতির মধ্যে যে সৃজনশীল ও প্রতিভার পরিচয় আমরা দেখতে পাই, সেটাই শিল্পকলা।শিল্পকলার অতি প্রাচীন একটি শাখা হচ্ছে ক্যালিগ্রাফি।ক্যালিগ্রাফি শব্দটা ইংরেজি । এটা গ্রীক শব্দ ক্যালিগ্রাফিয়া থেকে এসেছে । গ্রীক শব্দ ক্যালোস এবং গ্রাফেইনের মিলিত রূপ ক্যালিগ্রাফিয়া । ক্যালোস = সুন্দর , আর গ্রাফেইন = লেখা । সুতরাং ক্যালিগ্রাফির পরিচয় এভাবে দেয়া যেতে পারে - হরফ বা টেকসট ব্যবহার করে চমৎকার লেখন শিল্পকে ক্যালিগ্রাফি বলে । বর্তমানে , এই আর্ট ফর্মকে বিভিন্ন দেশ , ভাষা এবং ধর্মের লোকেরা আনন্দচিত্তে গ্রহণ এবং চর্চা করে চলেছেন । পৃথিবীতে বিভিন্ন ভাষার হরফে ক্যালিগ্রাফি করা হয়েছে। আরবি, ইংরেজি, চীনা, জাপানী প্রভৃতি ভাষার হরফের ক্যালিগ্রাফি মানুষকে মোহিত ও আনন্দিত
Masha Allah, Alhamdulillah.
ReplyDelete