Skip to main content

Posts

Showing posts from 2019

calligraphy course trailer

Making Calligrapy : step by step

ক্যালিগ্রাফির ধাপগুলো : আমরা ক্যালিগ্রাফি কলমে যখন একটি কাজ করার চিন্তা করি তখন কিছু বিষয় ভেবেচিন্তে ঠিক করে নিতে হয়। এক. কোন আয়াত বা সুরা অথবা কথা দিয়ে ক্যালিগ্রাফি হবে। দুই. নির্দিষ্ট টেক্সট এর ভেতর কোন সিমেট্রিকাল ফিচার আছে কি না। এমন কোন বিশেষ ব্যাপার যা ক্যালিগ্রাফিতে চোখ শীতল ও হৃদয় তৃপ্ত হবে। তিন. কোন শৈলী এবং এর শেইপ কেমন হবে।৷ দিওয়ানী না কি সুলুস হবে। দায়রা না কি বায়দা শেইপ হবে। চার. কলম তৈরি করা। প্রতিটি ইউনিক ক্যালিগ্রাফির  সাইজ-শেইপ ও শৈলির জন্য কলম বানাতে হয়। হরফের পুরুত্ব এবং কম্পোজিশন অনুযায়ী কলমকে কেটে নিতে হয়। পাঁচ. পেন্সিল দিয়ে লেআউট করতে হয়। কুরআনের আয়াত/ সুরা যাই হোক না কেন, কাগজে লিখে ফিচারগুলো চক আউট করতে হয়। ছয়. ক্যালগ্রাফি কলমে লেআউটটি বার বার মশক করতে হয়। সাত. ফাইনাল ক্যালিগ্রাফি করার পর তাশকিলাত ও তাঝয়িনাত প্রয়োগ করতে হয়। আসুন আমরা মনের মত ক্যালিগ্রাফি করি। :) ছবি- সুরা নাস। বিখ্যাত শামসি কম্পোজিশনে, দায়রা শেইপে, বাহরি আল বাঙালা শৈলিতে করা। প্রস্ফুটিত ফুলের আকৃতি অনুভব হয়।

মইনিয়া ফাউন্ডেশনের ১০ম ক্যালিগ্রাফি প্রদর্শনী ২০১৯: কিছু কথা

প্রায় অর্ধ শতাধিক শিল্পী ও ক্যালিগ্রাফারদের শতাধিক শিল্পকর্ম নিয়ে ২৬ জানুয়ারি থেকে ৪ ফেব্রুয়ারি পর্যন্ত জাতীয় জাদুঘর গ্যালারিতে চলমান প্রদর্শনীতে নতুন মুখের সমারোহ প্রশংসাযোগ্য। বাংলাদেশে পেইন্টিংয়ে ক্যালিগ্রাফি চর্চা ও একক প্রদর্শনি শুরু বর্ষিয়ান শিল্পী সাইফুল ইসলামের হাত ধরে। তবে সেটা কোন আন্দোলন বা শিল্প জাগরন ছিল না। শিল্প আন্দোলন হিসেবে প্রথম যিনি মাঠে নেমে পড়েন তার নাম শিল্পী কার্টুনিস্ট ইব্রাহীম মন্ডল। আমরা কয়েকজন তরুণ শিল্পী ও কবি তার সাথে হাত মিলিয়ে আন্দোলনে ঝাপিয়ে পড়ি। সেটা গত শতকের ৯০ দশকের কথা। আমরা বাংলাদেশ ক্যালিগ্রাফি সোসাইটি গঠন করে তরুনদের ক্যালিগ্রাফি প্রশিক্ষণের ব্যবস্থা করি, ওয়ার্কশপ ও নিয়মিত জুমাবারের ক্যালিগ্রাফি ক্লাস ও প্রাণান্তকর শিল্পসাধনার প্রয়াস হচ্ছে আজকের এই জমজমাট প্রদর্শনির ভিত্তিভূমি। ৯০ দশক থেকে প্রায় ডজনখানেক জাতীয় ক্যালিগ্রাফি প্রদর্শনির আহবায়ক ছিলেন ইব্রাহীম মন্ডল আর আমি অধম এই প্রদর্শনিগুলোর আয়োজক কমিটিতে নগন্য খাদেম হয়ে থেকেছি। আমাদের মূল লক্ষ্য- ক্যালিগ্রাফি শিল্পকে তার মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করা এবং বাংলাদেশের ক্যালিগ্রাফিকে বিশ্বের দরবার